সাত দিনব্যাপী আয়কর মেলার শেষ দিন আজ

অর্থনৈতিক প্রতিবেদক : সাত দিনব্যাপী আয়কর মেলার শেষ দিন আজ। শেষ দিনেও করদাতাদের উপচে পড়া ভিড়।

সোমবার মেলা শুরু হওয়ার পর থেকেই দলে দলে করদাতাদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। প্রায় প্রতিটি বুথের সামনে করদাতাদের উপস্থিতি। তবে আয়কর রিটার্ন ও ব্যাংক বুথের সামনে সাড়ে ১০টার পর থেকে লম্বা লাইন দেখা গেছে।

মেলায় আসা করদাতাদের সেবা দিতে অনেকটা হিমশিম খাচ্ছেন আয়কর কর্মকর্তারা। অনেকেই আয়কর রিটার্ন জমা দেওয়ার বুথ ও টাকা জমা দেওয়ার বুথের সংখ্যা বাড়ানোর দাবি করেছেন। অনেক করদাতা মেলার সময় বাড়ানোর দাবি করলেন।

রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা রেশাদ আলম এসেছেন রিটার্ন জমা দিতে। তিনি বলেন, আমি ছোটখাট ব্যবসা করি। করযোগ্য আয় করার পর থেকে কর দেওয়ার চেষ্টা করি। মেলায় বাড়তি সুবিধা পেতে আয়কর রিটার্ন জমা দিতে এলাম। পরিবেশ ঠিক আছে।

তিনি আরো বলেন, আয়কর মেলায় যদি প্রাপ্তিস্বীকারের পাশাপাশি কর সার্টিফিকেট দেওয়া হতো তাহলে আরো ভালো হতো। কারণ রিটার্ন জমা দেওয়ার পর সার্টিফিকেট আনতে ঠিকই করাঞ্চলে যাওয়া লাগে। অনেক সময় ওই সার্টিফিকেট পেতেও হয়রানির শিকার হতে হয়।

মেলার সময় বাড়ানো প্রসঙ্গে মেলার আহ্বায়ক ও এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাক বলেন, প্রতি বছরই আয়কর মেলার সময় বাড়ানোর অনুরোধ করে করদাতারা। যদিও সব সময় নির্ধারিত সময়েই মেলা শেষ হয়। এবারও মেলার সময় বাড়ানো হবে না। তবে করদাতাদের সেবা দিতে আয়কর সপ্তাহ পালন করা হবে।

আয়কর মেলায় ষষ্ঠ দিন শেষে ১ হাজার ৭২৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৪৫৭ টাকা আয়কর আদায় হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী মেলায় সেবা গ্রহণ করেছেন ৭ লাখ ৭৭ হাজার ১৯৪ জন, আয়কর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৪৯ হাজার ৯৯৪ জন, নতুন ই-টিআইএন নিয়েছেন ৩১ হাজার ৭৮১ জন করদাতা।

শেষ দিনে রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলা, ৩১টি উপজেলাসহ (৮টি ভ্রাম্যমাণ) মোট ৪৪টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

কর দিতে ব্যক্তি শ্রেণির করদাতাদের উৎসাহিত করতে প্রতি বছর আয়কর মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সপ্তম বারের মতো আয়োজিত আয়কর মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ও অনলাইনে আয়কর বিবরণী দাখিলসহ কর সংক্রান্ত সব সেবা পাওয়া যায়।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে। ৬২ বর্গফুটের বিশাল পরিসরে আয়োজিত এই মেলায় মোট ১০৯টি বুথ রয়েছে। রয়েছে করদাতাদের আসার সুবিধার জন্য বিনা ভাড়ায় আটটি সাটল বাসে যাতায়াতের সুবিধা।