নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ও দক্ষিণখান এলাকা থেকে নাইজেরিয়ার সাত নাগরিকসহ প্রতারক চক্রের আট সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে লটারি জেতার প্রলোভন দেখিয়ে প্রতারণার দায়ে তাদের আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া।
তিনি বলেন, সেমাবার রাতে পৃথক অভিযানে র্যাব-৪ এর সদস্যরা তাদের আটক করেন।
এ বিষয়ে বেলা ১১টার দিকে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।