নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বাতিলকৃত সাত প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে আপিল ট্রাইব্যুনাল।
বৃহস্পপতিবার দুপুরে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, গত ২৬ ও ২৭ নভেম্বর মেয়র পদে একজন, কাউন্সিলর পদে ১০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে একজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এদের মধ্যে একজন মেয়র প্রার্থীসহ সাতজন প্রার্থী আপিল করেন। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আপিল ট্রাইব্যুনাল সংরক্ষিত কাউন্সিলর পদে একজন এবং সাধারণ কাউন্সিলর পদে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এরা হলেন সংরক্ষিত নারী আসনে সুমি বেগম, ২নং ওয়ার্ডের হাজি সুমন কাজি, ৮ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন খোকন, ১৩ নং ওয়ার্ডের মাকসুদুল আলম খোরশেদ, একই ওয়ার্ডের শাহ ফয়েজউল্লাহ এবং ২০ নং ওয়ার্ডের শাহেন শাহ আহমেদ।
এদিকে আগামী ৪ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্ধ করা হবে।