নিউজ ডেক্স : ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা হয়তো খুবই কম দেখা গিয়েছে। বলতে গেলে অদ্ভুত এক ব্যাপার। অদ্ভুত না বললে যে ভুল বলা হবে। কেননা, ক্রিকেটের একই ম্যাচে একই দলের হয়ে খেললেন বাবা ও পুত্র একসাথে। শুধু যে একই দলের হয়ে খেলেছেন তা নয়, সাথে দলের হয়ে দু’জনেই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি।
তবে ফুটবলে সম্প্রতি সাবেক ব্রাজিলিয়ান বিশ্বকাপ মহাতারকা রিভালদো এবং তার ছেলে রিভালদিনহো ব্রাজিলের দ্বিতীয় বিভাগের দল মগি মিরিমের হয়ে খেলেছেন এবং দু’জনই গোল পেয়েছেন। রিভালদোর মতো চন্দরপলও তার ২০বছর বয়সী ছেলে ত্যাগনারায়ন চন্দরপলের সঙ্গে গায়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন একসঙ্গে।তাইতো বলাই যায় যে, স্বপ্ন এখনও মরেনি বর্ষিয়ান ক্যারিবিয়ান এ ব্যাটসম্যানের। ওয়েস্ট ইন্ডিজের মিডলঅর্ডার ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল এবং তার পুত্র ত্যাগনারায়ন চন্দরপলের কথা বলছি।
জ্যামাইকার বিপক্ষে প্রথম শ্রেণির চারদিনের এই ম্যাচটি শুরু হয় শুক্রবার থেকে।জ্যামাইকার সাবিনা পার্কে প্রথম ইনিংসে ২৫৫ রানে অলআউট হয় স্বাগতিক জ্যামাইকা।জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে প্রথম দিন মাঠে নামেন শিবনারায়ন চন্দরপলের পুত্র ত্যাগনারায়ন চন্দরপল। ১৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। পরেরদিন শনিবার তিনি তুলে নেন দুর্দান্ত হাফসেঞ্চুরি। ১ ছক্কা ও ৫ চারে ১৩৫ বলে ৫৮ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
এরপর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন তার বাবা সিনিয়র চন্দরপল। তিনিও তুলে নেন হাফসেঞ্চুরি।তবে পুত্রের চেয়ে ১ রান কম করে আউট হন তিনি। ১৭৫ বলের মোকাবিলায় ৪ চারে করেন ৫৭ রান। বাবা ও পুত্রের দারুণ ব্যাটিংয়ে গায়ানা ২৬২ রানে অলআউট হয়। ৭ রানে পিছিয়ে থেকে সেদিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে জ্যামাইকা।১ উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করে জ্যামাইকা।
তবে তার থেকেও বড় কথা হচ্ছে,বাবা শিবনারায়ন চন্দরপলের দেখানো পথ ধরেই হেঁটে চলেছেন পুত্র ত্যাগনারায়ন চন্দরপল।পুত্রের বয়স যে মাত্র ২০। ত্যাগনারায়নের সাথে খেলার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে চন্দরপল বলেন, ‘আমার ছেলে ত্যাগনারায়নের সঙ্গে খেলা ছিল দারুণ এক অভিজ্ঞতা। ছেলের সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট খেলাটা যে কোন পিতার জন্য অবশ্যই গর্বের। যদিও আমরা মিডলঅর্ডারে একসঙ্গে ব্যাট করার সুযোগ পাইনি। দ্বিতীয় ইনিংসে ১৭১ রানের মধ্যে সে ৪০ রান করেছে। সে যত বেশি খেলবে, তত বেশি উন্নতি করবে।’
তাছাড়াও শিবনারায়ন চন্দরপলের ইচ্ছা রয়েছে টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান করা।কেননা, এটা হবে অনেক বড় এক অর্জন তার জন্য। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েই তিনি অবসর নিতে চান বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ক্যারিবিয়ান এ ব্যাটসম্যান ১৬৪ টেস্টে ৩০ সেঞ্চুরিসহ রান করেছেন ১১ হাজার ৮৬৭ এবং ব্যাটিং গড় ৫১ য়ের উপরে।তাইতো বলাই যায় ওয়েস্ট-ইন্ডিজের হয়ে ব্যাট হাতে পারফর্ম করার জন্য মুখিয়ে আছেন তিনি।