
বিনোদন ডেস্ক : শরীরী জাদুতে বলিউড দর্শকের মন কেড়েছেন সানি লিওন। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। বেশ কয়েকটি কনডমের বিজ্ঞাপনেও দেখা গেছে এ অভিনেত্রীকে।
গত কয়েক মাস ধরেই ভারতের গোয়ার কাদাম্বা ট্রান্সপোর্ট করপোরেশনের বাসগুলোতে ব্যবহৃত সানি লিওনের বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানানো হচ্ছিল। এসব বিজ্ঞাপন আপত্তিকর জানিয়ে শিগগির অপসারণের দাবি জানিয়ে আসছিল রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। অবশেষ তাদের আপত্তির মুখে সরিয়ে ফেলা হচ্ছে সানির এই বিজ্ঞাপনগুলো।
গত ১ আগস্ট কংগ্রেসের এমএলএ ফ্রান্সিস সিলভেরিয়া গোয়া অ্যাসেম্বলিতে সানির বিজ্ঞাপন সরিয়ে ফেলার দাবি জানায়। তারই পরিপ্রেক্ষিতে গোয়া ট্রান্সপোর্ট মিনিস্টার সুদিন ধাবালিকর ট্রান্সপোর্ট করপোরেশনের বাসগুলো থেকে সানির বিজ্ঞাপন সরানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ প্রসঙ্গে সুদিন ধাবালিকর বলেন, ‘সম্মানিত এমএলএ মহোদয়ের পক্ষ থেকে সানির বিজ্ঞাপনের ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। আমিও ওই বিভাগকে সেগুলো সরিয়ে ফেলতে বলেছি। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে কাদাম্বা ট্রান্সপোর্টের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের এ ধরনের বিজ্ঞাপনের বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছি, যেন ভবিষ্যতে এ নিয়ে জনগণের পক্ষ থেকে কোনো সমস্যা না হয়।’
তিনি আরো বলেন, ‘যে পোস্টারই হোক না কেন তা নিয়ে যদি জনগণের আপত্তি ওঠে, তাহলে আমি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সেগুলো সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করব।’
এ বিষয়ে ফ্রান্সিস সিলভেরিয়া বলেন, ‘আমি এই বিষয়টি নিয়ে অ্যাসেম্বলিতে আপত্তি জানিয়েছি। শিক্ষার্থীরা এই বাসগুলোতে যাতায়াত করেন। গোয়ার মতো এ রকম সুন্দর এবং পর্যটন স্থানে আমরা এ ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করতে দিতে পারি না। এছাড়া গোয়ার মানুষরাও অনেক ভালো।’