
বিনোদন ডেস্ক : প্রযুক্তির এই যুগে ভক্তদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম এখন তারকাদের সবচেয়ে পছন্দ। এছাড়া অনেক তারকা রয়েছেন যাদের রয়েছে নিজস্ব অ্যাপ, যা দিয়ে নিজের তথ্যগুলো ভক্তদের সঙ্গে তারা ভাগাভাগি করেন। এ তালিকায় রয়েছেন বলিউড সেনসেশন সানি লিওন।
গত নভেম্বরে নিজের অ্যাপটি চালু করেন সানি। এরপর ভক্তদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেন। এতে তার পরবর্তী সিনেমার নাম কী রাখা যায় এজন্য পরামর্শ চান তিনি। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভ্রমণের সুযোগ পেয়েছেন ভারতের দিল্লীর রাভনীত গুলাটি ঠাকরাল নামের এক নারী ভক্ত। পুরস্কার পেয়ে তিনি ভীষণ খুশি কারণ তার জন্মদিন সেখানে পালন করার সুযোগ পেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে রাভনীত ঠাকরাল বলেন, ‘সানির কাছ থেকে এই ভালোবাসা আমি বাকি জীবন মনে রাখব। ঘটনাক্রমে ভ্রমণের সুযোগটি আমার জন্মদিনের সময় হয়েছে এবং স্বামীকে নিয়ে অনেক আনন্দ করেছি। আসলে সানি তার ভক্তদের অনেক গুরুত্ব দেন যা সত্যিই প্রশংসনীয়।’
এ প্রসঙ্গে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সানি বলেন, ‘তাদের জন্য আজ আমি এখানে। ব্যক্তিগতভাবে সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি। এটি ভক্তদের প্রতি আমার ছোট ভালোবাসা এবং অনেক আনন্দিত যে, এর জন্য কারো জন্মদিনটি বিশেষ হয়েছে।’