জেলা প্রতিবেদকঃ কুষ্টিয়ার খোকসা উপজেলায় জমিতে জাগ দেওয়া পাট সরানোর সময় বিষধর গোখড়া সাপের কামড়ে আহত হন মুরশিদা খাতুন (৫৫)।
বুধবার (২৪ জুলাই) বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা শিমুলিয়া ইউনিয়নের সিংঘড়িয়া মাঠে এ ঘটনা ঘটে।
মুরশিদা খাতুন সিংঘড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, মুরশিদা খাতুন জমিতে পাট সরানোর কাজ করছিলেন। এক পর্যায়ে তার পায়ে কামড় দেয় সাপ। তিনি বুঝতে পেরে সাপটির লেজ ধরে উঁচু করে ফেলেন। সাপসহ প্রায় আধা কিলোমিটার হেঁটে বাড়ি ফেরেন। পরে অন্যদের সহায়তায় সাপটিকে প্লাস্টিকের কৌটায় আটকানো হয়। আটক করা সাপসহ বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর প্রস্তুতি নেওয়া হলে রোগীর পরিবারের লোকেরা উন্নত চিকিৎসার কথা বলে অন্যত্র নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহামুদুল হাসান গণমাধ্যমকে বলেন, গোখড়া সাপসহ রোগীকে হাসপাতালে আনা হয়। ভর্তি করে চিকিৎসা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু রোগীর লোকেরা কবিরাজি চিকিৎসার করানোর কথা বলে স্বেচ্ছায় রোগী নিয়ে চলে গেছেন।