সাভারে আট শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাভারের শীর্ষ সন্ত্রাসী আল আমিনকে আট সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাব হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘সোমবার রাতে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে আল আমিন ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি পিস্তল, গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আল আমিন সাভার এলাকার শীর্ষ সন্ত্রাসী।’