সাভারে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্ত বখাটের বিরুদ্ধে মামলা দিয়েছে ওই কিশোরীর পরিবার। আজ মঙ্গলবার সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন কিশোরীর বড় বোন।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতে ওই কিশোরীকে সাভার পৌরসভার নামাবাজার এলাকায় ধর্ষণ করে বখাটে মোহাম্মদ আলী। ধর্ষণের পর ওই কিশোরীকে অচেতন অবস্থায় নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় সে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে এলাকাবাসী।

ওই কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বখাটে মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।