সাভার : সাভারে আব্দুল মালেক (৬০) নামের এক ঝাল মুড়ি বিক্রেতার রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে সাভার পৌর এলাকার দক্ষিণ দরিয়ারপুর এলাকার জনৈক দেলোয়ার ফকির মিয়ার মালিকানাধীন ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের ছেলে রমজান মিয়া।
প্রতিবেশীদের দাবি, ছেলে রমজান তাকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখতে পারে। নিহতের বাড়ি ধামরাইর খরারচড় এলাকায়। তার স্ত্রী শাহানা জর্দানে থাকেন।
পুলিশ জানায়, দুপুরে নিজ ভাড়া বাড়ির একটি কক্ষে আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলানো অবস্থায় আব্দুল মালেকের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে তারা সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই আনোয়ার হোসেন জানান, এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।