
নিজস্ব প্রতিবেদক : সাভারে দুই মডেলকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মূলহোতা ও গোয়েন্দা পুলিশের সোর্স লিটন আলী মণ্ডলের (৩৪) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা উদঘাটনের লক্ষ্যে এ আসামির রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সোহরাওয়ার্দী।
এর আগে মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরখলসী গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
এদিকে এ মামলায় মোকারম হোসেন ও মিজানুর রহমান দুদিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছে।
গত ৬ জুলাই দিবাগত রাতে সাভারের ডিবি কার্যালয়ের পাশের লিজেন্ড কলেজের ভবনে ধর্ষণের শিকার হন দুই তরুণী। মিউজিক ভিডিওর মডেল বানানোর কথা বলে তাদের মোবাইল ফোনে ডেকে এনে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তারা। পরদিন ৭ জুলাই ভোরে তাদের ওই ভবন থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় ভবনের দুই নিরাপত্তাকর্মী মোকারম হোসেন (১৯) ও মিজানুর রহমানকে (২৮) আটক করে পুলিশ। তাদের মধ্যে মিজানুর ভবনটির নিরাপত্তা প্রহরী ও মোকারম কেয়ারটেকার। মোকারম হলো কুড়িগ্রাম জেলার ভুড়িমাড়ী থানার সখিপুড়ী গ্রামের মতিউর রহমানের ছেলে। আর মিজানুর দিনাজপুর জেলার বিরল থানার সৈয়দপুর এলাকার ছফি উল্লাহর ছেলে।
ধর্ষণের ঘটনার পর ভবনের প্রধান ফটকের তালা ভেঙে পালিয়ে যায় লিটন ও তার সহযোগী জাহাঙ্গীর ওরফে রেজাউল। তারা ভাড়া থাকত ধর্ষণের ঘটনাস্থল ওই ভবনের ষষ্ঠ তলার একটি কক্ষে। দুটি পৃথক গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিত তারা। এই পরিচয় দিয়েই তারা ভবনের প্রধান ফটকের তালা ভেঙে পালিয়ে যায়।
এ ঘটনায় ওইদিন বিকেলে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন এক তরুণী। মামলায় দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজান এবং ডিবি পুলিশের সোর্স লিটনকে আসামি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লিটনই এ ঘটনার মূলহোতা। সে ঝিনাইদাহ জেলার সদর থানার গোসালপুর এলাকার শমসের আলী মণ্ডলের ছেলে।