নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকালে তাকে আটক করা হয়।
রোববার দিবাগত রাত ১২টার দিকে সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় ওই গৃহবধূকে ধর্ষণ করে সে।
এলাকাবাসী জানায়, রোববার রাতে ইমান্দিপুরে নিজ ভাড়া বাড়িতে রান্না করছিলেন রিকশাচালক রফিকের স্ত্রী (২৩)। পরে বাড়ির আরেক ভাড়াটিয়া বখাটে যুবক মোহাম্মদ আলমগীর ওই গৃহবধূকে জোরপূর্বক তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ আজ সকালে সাভার মডেল থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ ইমান্দিপুর এলাকা থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ধর্ষণকারীকেও আটক করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই গৃহবধূর বাড়ি ঢাকার দোহার এলাকায়।