সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ সাভারের সাধাপুরে গোপেরবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ মে) সকালে এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম সাধাপুর গোপেরবাড়ী এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সকালে নিজের মুরগীর ফার্মে কাজ করার সময় অসাবধানতায় বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন সাইফুল। স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে পরিবারের অনুরোধে পরিপেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।