নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারে আরিফ মিয়া (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
রোববার সকালে সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় সামছুন নাহারের বাড়ির ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আরিফ ইমান্দিপুর এলাকার হযরত আলীর ছেলে।
আরিফের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ওই বাড়ির ছাদে বন্ধুদের সঙ্গে প্রায়ই আড্ডা দিত আরিফ। গতকাল রাতেও সে বন্ধুদের সঙ্গে ওখানে যায়। সকালে আমরা তার মরদেহ বাড়ির ছাদের ওপরে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়ানো অবস্থায় পাই। কিন্তু আরিফের শরীরে অনেকগুলো আঘাতের চিহৃ ছিল। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) ফজলুল হক বলেন, এটি হত্যা না কি না দুর্ঘটনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।