
নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের কাউন্দিয়া ইউনিয়নে র্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে এই অভিযান চালায় র্যাব।
র্যাব-৪ এর এডিসি আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাভারের কাউন্দিয়া ইউনিয়ন এলাকাটি র্যাব-৪ এর অন্তর্ভুক্ত হলেও অভিযানটি চালিয়েছে র্যাব-৩ এর সদস্যরা। অভিযানে আমরা একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি জেনেছি। তার সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি।’
এ বিষয়ে র্যাব-৩ এর কন্ট্রোল সেন্টারে যোগাযোগ করা হলে তারা সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরার কথা জানান।