
নিজস্ব প্রতিবেদক : সাভারে ইমিটেশন জুয়েলারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন। তারা হলেন- শফি উল্লাহ (৩২) ও হাসমত উল্লাহ (২৮)।
সোমবার দুপুর আড়াইটার দিকে সাভারের কানজি বাকুস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
দগ্ধ শফি উল্লাহর সহকর্মী সামাদ জানান, দুপুরে ইমিটেশনের গহনা ঝালাই দেওয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের মেডিক্যাল অফিসার ডা. শাফিয়া আহমেদ জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। শফি উল্লাহর ২৫ শতাংশ ও হাসমত উল্লাহর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মুখ, খাদ্যনালী দগ্ধ হয়েছে।