নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সামাজিক আন্দোলনে বাংলাদেশে জঙ্গিরা আপাতত পরাজিত হয়েছে। এ আন্দোলন চালিয়ে যেতে হবে।’
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মঙ্গলবার `জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গি-সঙ্গী বর্জন” শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
মোহাম্মদ নাসিম বলেন, জঙ্গিবাদ নির্মূলে ১৪ দলের পক্ষ থেকে দেশব্যাপী সমাবেশ হয়েছে। জঙ্গি উত্থান বন্ধ করার জন্য গ্রামের ঈমাম থেকে শুরু করে শিক্ষক সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, মুক্তিযোদ্ধা, শ্রমিক, নারী-পুরুষ, শিশু সবাই মিলে মানববন্ধন করেছে। জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এই যে সামাজিক আন্দোলন হল- এতে জঙ্গিরা বাংলাদেশে আপাতত পরাজিত হয়েছে।
নাসিম বলেন, ১৪ দলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই ১৪ দলের মধ্যে বিভক্তি আনা যাবে না। কোনোভাবে আসবেও না। ১৪ দল আছে থাকবে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস প্রমুখ।