সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার আহ্বান রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট : সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে সবাইকে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ঐক্য, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মানুষের ঐতিহ্য বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিজয়া দশমীতে হিন্দু সম্প্রদায়কে অভিনন্দন জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘পূজা পার্বনসহ অন্যান্য উৎসব বাংলার শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতির গভীর থেকে উৎসারিত। তাই উৎসব ধর্মের গণ্ডিতে কখনো আবদ্ধ থাকেনি। ধর্ম সম্প্রদায়ের, কিন্তু উৎসব সর্বজনীন।’

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, ধর্মান্ধ ও কুসংস্কার মুক্ত থাকুক দেশ ও জাতি এ প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম ও ধর্মমন্ত্রী মতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ধ্রবেশানন্দ মহারাজসহ হিন্দু নেতারা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারও রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়া ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।