‘সার্চ কমিটির প্রধান নিরপেক্ষ হবেন’

সচিবালয় প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের (ইসি) জন্য সার্চ কমিটির প্রধান হিসেবে মহামান্য রাষ্ট্রপতি যাকে নিয়োগ দেবেন তিনি নিরপেক্ষই হবেন। আমার বিশ্বাস সবার কাছে তিনি গ্রহণযোগ্য হবেন।’

সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত জুলিয়া নিবলেট। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা গিয়েছিলাম। সার্চ কমিটির প্রধান হিসেবে আমরা কারো নাম প্রস্তাব করিনি।’

তিনি আরো বলেন, ‘সাংবিধানিক প্রক্রিয়া আছে। ওই প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট, পাবলিক সার্ভিস কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন হবে। কমিটিতে যারাই আসবেন নিরপেক্ষ হবেন।’

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সার্চ কমিটির প্রধান হিসেবে সুনির্দিষ্ট একজনের নাম প্রস্তাব করেছে। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওবায়দুল কাদেরের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের দলের সাধারণ সম্পাদকের বক্তব্যের যে প্রতিবাদ জানিয়েছেন তা কিন্তু জোরালো নয়। বিএনপি যে কে এম হাসানের নাম প্রস্তাব করেনি, সে বিষয়টি ফখরুল ইসলাম আলমগীর সরাসরি অস্বীকার বা প্রত্যাহারও করেননি, তার প্রতিবাদের ভাষা অত্যন্ত দুর্বল। আমাদের দলের সাধারণ সম্পাদক একজন দক্ষ নেতা।’

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘সা্র্চ কমিটির প্রধান হিসেবে কে এম হাসানের নাম প্রস্তাবের বিষয়টি জানার জন্য বঙ্গবভনে যেতে হবে কেন? বিএনপি নেতারাই হয়তো আমাদের দলের সাধারণ সম্পাদককে জানিয়েছেন।’

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে নিজেদের দলের মধ্যে নিশ্চয়ই আলোচনা করেছিল। সেই আলোচনায় উপস্থিত থাকা বিএনপির যে কেউ এ বিষয়টি ওবায়দুল কাদেরকে জানাতে পারেন।

বিএনপির সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি সবসময় বিতর্কিতদের নাম প্রস্তাব করে। যদি কে এম হাসানের নাম প্রস্তাব করেই থাকে তাহলে জাতি তা কি মানবে? এর আগে সাবেক এই প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জাতি মেনে নেননি। কিন্তু বিএনপি তার নাম সার্চ কমিটির প্রধান হিসেবে কীভাবে প্রস্তাব করে বুঝে আসে না।

অস্ট্রেলিয়াকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যায়িত করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বাংলাদেশে বিনিয়োগ করতে অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে সব ধরনের সুবিধাসম্বলিত ১০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে। এসব জোনে চাইলে অস্ট্রেলিয়া বিনিয়োগ করতে পারে। অস্ট্রেলিয়া চাইলে এখানে উৎপাদন করে, এখান থেকে বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবে।

বর্তমান সরকারের বিনিয়োগনীতি সহজ। জাপান, চীনসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিযোগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি, চার/পাঁচ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় ২ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করব। সেই দেশে তৈরি পোশাকের চাহিদা আছে। বাংলাদেশের পণ্য কার্গো সরাসরি অস্ট্রেলিয়ায় যেতে পারে না। এটা একটা বড় সমস্যা আমাদের। যদি কার্গো ভেসেলের মাধ্যমে পণ্য পাঠানো যেত তাহলে আমাদের জন্য ভালো হতো।