সার্চ কমিটি বৈঠকে বসেছে

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে ১০ ব্যক্তির নাম সুপারিশ করার লক্ষ্যে বৈঠকে বসেছে সার্চ কমিটি। আজই রাষ্ট্রপতির কাছে নামের তালিকা জমা দিতে পারে সার্চ কমিটি।

সোমবার বিকেল ৪টা ৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শুরু হয়েছে।

সার্চ কমিটির চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে উপস্থিত আছেন কমিটির সদস্য বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।