সালথায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইউএনওসহ ৩ জন

ফরিদপুর প্রতিনিধি : জেলার সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবাশ্বর হাসান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এ সময় তার গাড়ি চালক হাসমত আলী ও অফিস সহকারী রফিক সিকদারও আহত হয়েছেন।

বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। মোবাশ্বর হাসান বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

সালথা থানারা ওসি দেলোয়ার হোসেন খান জানান, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভায় অংশ নিতে ইউএনও মোবাশ্বর জিপে করে ফরিদপুরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রসুলপুর-দিয়াপাড়া এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ইউএনওসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

সড়ক দুর্ঘটনায় ইউএনও আহত হওয়ার খবর শুনে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। তারা তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ সার্জারি বিশেষজ্ঞ ডা. মোল্লা শরফুদ্দীন আহমদ জানান, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ইউএনও বর্তমানে আশঙ্কামুক্ত।