সালমানের মুখোমুখি হলেন ভগ্নিপতি আয়ুশ

বলিউডের ভাইজান খ্যাত সালমান খান তার নতুন সিনেমার ফার্স্ট লুক পোস্টার নিজেই টুইট করে সামনে এনেছেন। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরেই কথা শোনা যাচ্ছিল। এ সিনেমায় ফার্স্ট লুকেই দেখা গেল ভগ্নিপতি আয়ুশ এর সাথে মুখোমুখি সালমান।

পোস্টারটি শেয়ার করে বলিউডের ভাইজান আরো লিখেছেন, ‘খারাপের শেষ শুরু হয়ে গেল। গণপতি বাপ্পা মোরিয়া।’

আরো জানা যায়, ‘অন্তিম’ এর গল্প এগিয়েছে পুলিশ এবং গ্যাংস্টারের দ্বৈরথকে কেন্দ্র করে। সেই অনুযায়ী পোস্টারের ফার্স্টলুকেও তেমন ইঙ্গিতই রয়েছে তাদের দুজনের মুখোমুখি চোখ রাখায়।

পোস্টারে সালমান ও আয়ুশ যেভাবে একে অপরের চোখে চোখ রেখেছেন তাতে বোঝাই যাচ্ছে পুরো ছবি জুড়েই বিপরীত মতাদর্শের লড়াই দেখা যাবে তাদের মাঝে।

এদিকে ফার্স্ট পোস্টারেই ছবি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গেছে দর্শকের মধ্যেও। গণেশ চতুর্থী উপলক্ষে খুব শিগগিরই মুক্তি পাবে ‘অন্তিম’-এর প্রথম গান। যে গানে সালমানের সঙ্গে নাচতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে, ক্যামিও রোলেও বরুণকে দেখা যাবে।

‘অন্তিম’ তৈরি হচ্ছে মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ অবলম্বনে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘মুলশি প্যাটার্ন’ দর্শক-সমালোচক মহলে প্রশংসা পেয়েছিল।

জানা যায়, মহেশ মঞ্জেকর পরিচালিত ‘অন্তিম’ ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়া ভাষায় মুক্তি পাবে।

বর্তমানে ইস্তানবুল টাইগার থ্রিয়ের শুটিং করছেন সলমন খান। টাইগার সিরিজের অন্যান্য ছবির মতোই এই ছবিতেও তার সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ইস্তানবুলের পর বিদেশের আরও কয়েকটি শহরে শুটিং করবেন তারা।