
আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন নব্বই দশকের সুপারহিট নায়ক সালমান শাহ। না ফেরার দেশে গিয়েও অমর হয়ে আছেন তিনি, এখনো লক্ষ মানুষের স্বপ্নের নায়ক সালমান। তার মৃত্যু স্মরনে গান করলেন তখনকার জনপ্রিয় কন্ঠ শিল্পী আগুন। তাছাড়া সালমানের ঠোঁটে গান মানেই তাতে আগুনের সুর। নায়কের স্মরনে ৬ টি গান করছেন এই শিল্পী এবিসি রেডিও এর আয়োজনে “ও আমার বন্ধু” অনুষ্ঠানে।
আগুন জানান, ঘণ্টাখানেকের অনুষ্ঠানে ৬টি গান গেয়েছি। খুবই চমৎকার একটা আয়োজন করেছে এবিসি রেডিও। আমার বেশ ভালো লেগেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার ও সালমানের সম্পর্কে শ্রোতারা জানতে পারবেন।
সম্পর্ক নিয়ে তিনি জানান, আমাদের তো দেখাদেখি খুব একটা হতো না। দেখা বলতে, রেকর্ডিং স্টুডিও আর এফডিসিতে। যখনই তার সিনেমার গান গাইতাম, সে স্টুডিওতে থাকত। আমাদের পেশাদার সম্পর্ক ছিল, বন্ধুত্বের নয়। কাজের প্রতি ওর ডেডিকেশন মুগ্ধ করত। খুব অল্প বয়সে সালমান চলে গেল, ওর মৃত্যু যদিও অপূরণীয় ক্ষতি, কিন্তু মৃত্যুই সালমানকে অমর করেছে।
তিনি আরো জানান, ধূমকেতুর মতো আবির্ভাব, যতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছে, সব কটিই সুপারহিট। মানুষের ক্যারিয়ারে তো একটু উত্থান-পতন হয়ই। সালমানের ক্যারিয়ারে পতন বলে কিছুই ছিল না। উত্থান থাকতে থাকতেই পৃথিবী থেকে বিদায় নিল। তাই মানুষের মনে বড় বেশি জায়গা করে নিতে পারল। আর অনেক দিন কাজ করলে হয়তো আনন্দ-বেদনা-দুঃখ মিলিয়ে মিশ্র কিছু একটা হতো।
গান সম্পর্কে আগুন বলেন, এখন তো সিনেমার মতো প্লেব্যাকের অবস্থাও একটু খারাপ। তা ছাড়া সময় এখন নতুনদের, ৩০ বছরের ক্যারিয়ারে ভাটা তো পড়তেই পারে। তবে আশার কথা হচ্ছে, কিছুদিন ধরে নতুন একটি ফিল্মে কিছু গান করার ব্যাপারে একজনের সঙ্গে কথা হচ্ছে। সৃষ্টিকর্তা যদি সহায় থাকেন, এসব গান কেয়ামত থেকে কেয়ামতকেও ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। তাছাড়া, আমাদের সময়ে ১ হাজার গান মুক্তি পেলে অন্তত ৫০টি গান স্মরণীয় হওয়ার মতো পেতাম; এখন তো ১ লাখ গান থেকেও ৫০টি পাওয়া যাচ্ছে না।