বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘দাবাং’। এ সিনেমার আগের সিরিজে অভিনয় করেছেন সালমান খান। এতে সালমান-সোনাক্ষীর রাসায়ন দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল এ সিরিজের পরবর্তী সিনেমা অর্থাৎ ‘দাবাং থ্রি’-তে থাকছেন না সোনাক্ষী।
এদিকে সম্প্রতি সালমান খানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অ্যামি জ্যাকসন। এমনকি তার পরবর্তী সিনেমার নাম খুব শিগগিরই ঘোষণা করবেন বলেও জানিয়েছেন তিনি। তবে ‘দাবাং থ্রি’ তার পরবর্তী সিনেমা কিনা তা পরিষ্কার করে কিছু বলেননি। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অ্যামি জ্যাকসন বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আমার পরবর্তী সিনেমার নাম ঘোষণা করব। আমি দাবাং সিনেমায় কাজ করতে চাই। কাজ করতে চাই সালমান খানের সঙ্গে। আমার পছন্দের তালিকায় সালমান খানের নাম সবার উপরে।’
সুপাস্টার রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ সিনেমায় দেখা যাবে অ্যামি জ্যাকসনকে। সিনেমাটি পরিচালনা করছেন এস শংকর। আগামী ১৮ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।