সালমান হিটস্ট্রোক সত্ত্বেও শুটিং করলেন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান। বর্তমানে আবুধাবিতে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। আর নির্মাতাদের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে অসুস্থ হয়েও শুটিং করেছেন এ অভিনেতা।

এ প্রসঙ্গে শুটিং ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট একজন সংবাদমাধ্যমে বলেন, ‘৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালমান শুটিং করছিলেন, এ সময় তার হিটস্ট্রোক হয়। তিনি তার ভ্যানেটি ভ্যানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন এরপর ফের শুটিং শুরু করেন। তিনি খুব বেশি ভালো বোধ করছিলেন না। তবে শুটিংয়ের সময় সর্বোচ্চটুকু দিয়েছেন কারণ খুব গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছিল।’

বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার ক্ল্যাইম্যাক্স দৃশ্যের শুটিং চলছে বলে জানা গেছে। এর পুরোটা জুড়েই থাকবে অ্যাকশন। নির্মাতা জানিয়েছেন, ক্ল্যাইম্যাক্স দৃশ্য শুটিংয়ের জন্য ১০ হাজার রাউন্ড গুলি ছোড়া হবে।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। এতে সালমানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। আগামী ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।