সাহস নিয়ে কর ফাঁকিবাজদের মোকাবিলা করার আহবান

নিজস্ব প্রতিবেদক : নতুন ১৮২ কর পরিদর্শককে সাহস নিয়ে কর ফাঁকিবাজদের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন অভ্যন্তরিণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

মঙ্গলবার বিসিএস (কর) একাডেমিতে সরাসরি নিয়োগকৃত ১৮২ কর পরিদর্শকের ‘ওরিয়েন্টেশন কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, বাঘের শক্তি ও সাহস নিয়ে তৈরি থাকতে হবে। যারা কর ফাঁকি দেবে, সাহস নিয়ে তাদের মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, মেধা, প্রজ্ঞা ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। নিজেদের মধ্যে শুদ্ধাচারের চর্চা করতে হবে। নতুন কর পরিদর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আশা করছি নিজে আলোকিত হয়ে দেশকে আলোকিত করবেন আপনারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদস্য (কর প্রশাসন) মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য কালীপদ হালদার, মো. সিরাজুল ইসলাম, পারভেজ ইকবাল, মহাপরিচালক (পরিসংখ্যান ও গবেষণা) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী প্রমুখ।