নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বর্ষা (১৭) নামের এক তরুণী নিহত হয়েছে।
বুধবার দিবাগত রাত পৌনে ২টায় সায়েদাবাদে চার ভাই রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক সারোয়ার হোসেন বলেন, চার ভাই হোটেলের সামনে দিয়ে সড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত বাস ওই তরুণীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।