‘সিআইএ’ উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, সিআইএ ও দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস আদর্শগতভাবে দুর্নীতিগ্রস্ত। তারা রাশিয়ায় কর্মরত উত্তর কোরিয়ার এক কাঠ শ্রমিককে ফিরে গিয়ে দেশটির নেতাকে হত্যার জন্য ঘুষ দিয়েছিল।

সম্ভাব্য ওই হামলাকারীর নাম কিম বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় দাবি করেছে, বিভিন্ন বৈঠকে তাকে নিজের ও সহযোগী সন্ত্রাসীদের জন্য ২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এবং স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগের সরঞ্জাম দেওয়া হয়েছিল। জনসমাগমপূর্ণ অনুষ্ঠান অথবা সামরিক কুচকাওয়াজে কেবল জৈব রাসায়নিক পদার্থই নয়, তেজস্ক্রিয় পদার্থ এবং অতিক্ষুদ্র বিষাক্ত পদার্থ ব্যবহারের মাধ্যমে ‘সর্বোচ্চ নেতার’ ওপর তার হামলা চালানোর কথা ছিল। প্রসঙ্গত, দেশটির সর্বোচ্চ নেতা বলতে কিম জং উনকেই বোঝানো হয়।

উত্তর কোরিয়ার মন্ত্রণালয় আরো দাবি করেছে, এসব উপাদান দিয়ে হামলা হলে ৬ থেকে ১২ মাস পর প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কেবল সিআইএ এই ধরণের বিষাক্ত পদার্থ সৃষ্টি করতে পারে।

এ ব্যাপারে সিআইএ কিংবা দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া কীভাবে এ ষড়যন্ত্র বানচাল হয় এবং ওই গুপ্তচরদের ভাগ্যে কী ঘটেছে সে ব্যাপারেও বিস্তারিত জানায়নি উত্তর কোরিয়া।