সিটিসেল ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক : কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থান ধর্মঘট শিথিল করেছে মোবাইল অপারেটর সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীরা।

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সিটিসেলের প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছিলেন তারা।

বাংলাদেশ টেলিকম লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়নের (পিবিটিএলইইউ) যোগাযোগ সম্পাদক মাহজাবিন মিতালী বলেন, ‘আমরা বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল থেকে সিটিসেল কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম। আজকে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে, আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে তারা আমাদের সঙ্গে বসবেন। আমরা তাদের বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছি। তাদের আশ্বাসে আমরা টানা অবস্থান থেকে সরে আসছি। আজকের মতো কার্যালয় থেকে চলে যাচ্ছি। তবে দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে। অফিসিয়াল সময়ে আমরা কার্যালয়ে আসব, কিন্তু কাজে যোগ দেব না। আগামী সপ্তাহ পর্যন্ত আমরা এভাবে কর্মসূচি পালন করব। এর মধ্যে সমস্যা সমাধান না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

এ বিষয়ে কথা বলতে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরীকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার বেলা আড়াইটা থেকে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয় প্যাসিফিক সেন্টারের ১২ তলায় সিইওর কক্ষের সামনে টানা অবস্থান ধর্মঘট পালন করছিলেন কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীরা।

সিটিসেলের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের পাঁচ মাসের বেতন এবং দুটি বোনাস বাকি রয়েছে। মঙ্গলবার পরিশোধ করার কথা থাকলেও সিইও এসে আবার সময় চেয়েছেন। তাই আমরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি।’

গত ১৬ নভেম্বর প্রধান কার্যালয়ের পাশে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের হুমকি দিয়েছিলেন সিটিসেল কর্মীরা।