নিজস্ব প্রতিবেদক, বরিশাল : সিডর তাণ্ডবের ভয়াল ১৫ নভেম্বর আজ। ২০০৭ সালের ওই রাতে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চল লন্ডভন্ড করে দিয়েছিল। ৯ বছর পরে প্রকৃতির সেই রুদ্ররোষের ভয়ালচিত্র স্মরণ করে গোটা উপকূলবাসী এখনো আঁতকে ওঠেন।
সিডর তাণ্ডবে উপকূলসহ দক্ষিণাঞ্চলের ৩০টি জেলা কম-বেশি ক্ষতিগ্রস্ত হলেও ১৭টি জেলার ২০০ উপজেলার প্রায় ১ হাজার ৭০০ ইউনিয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সরকারি হিসাবেই ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ছিল ১৭ লাখ ৭৩ হাজার। কিন্তু বাস্তবে তা ছিল ২০ লক্ষাধিক। আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও ছিল প্রায় ১ কোটি।
সিডরের কালো থাবায় সেই রাতে সরকারিভাবে মৃতের সংখ্যা ৩,১৯৯ এবং নিখোঁজ ১,৭২৬ জন বলা হলেও বাস্তবে তা ছিল অনেক বেশি। বেশির ভাগ নিখোঁজদের আজও কোনো সন্ধান না মেলায় প্রকৃতপক্ষে ৫ সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সেদিন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। নিম্নচাপটি কয়েকবার গতি পরিবর্তন করে মধ্যরাতে অগ্নিমূর্তি রূপ ধারণ করে। রাতে ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে আঘাত হানে।
৯ বছর পেরিয়ে গেলেও সেদিনের দুঃসহ স্মৃৃতি আজও জেগে আছে স্বজনহারাদের মাঝে। নির্মম সেই ঘটনাপ্রবাহ দুঃস্বপ্নের মতো আজও তাড়া করে তাদের। আজও ভুলতে পারেনি সেই ভয়াল রাতের স্মৃতি। স্বজন হারানো বেদনায় আজও তারা কাঁদে। সরকারি ভাবে দিনটিকে স্মরণ করা না হলেও স্বজন হারা মানুষেরা মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত কোরআনখানি ও নানাবিধ পারিবারিক আয়োজনে দিনটিকে স্মরণ করছে আজ।
সিডরের রুদ্ররোষে সেদিন সম্পদহানির পরিমাণ ছিল প্রায় ২০ হাজার কোটি টাকা। সিডরের তাণ্ডবে বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি ও বাগেরহাট জেলার প্রায় হাজার কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। অনেক বেড়িবাঁধই মাটিতে মিশে গিয়েছিল। প্রায় পৌনে ৭০০ কিলোমিটার আঞ্চলিক ও জাতীয় মহাসড়কসহ পল্লি যোগাযোগ অবকাঠামো সম্পূর্ণ এবং প্রায় ৯০ হাজার কিলোমিটার সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিধ্বস্ত এলাকার প্রায় ১৮০০ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ও প্রায় সাড় ৬ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সেতু ও কালভার্টের ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল উদ্বেগজনক। বিভিন্ন সড়ক-মহাসড়কের ১,৬৫৪টি সেতু এবং কালভার্ট সম্পূর্ণ ও প্রায় ৯০০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সিডরের রাতে উপকূলসহ দক্ষিণাঞ্চলের বিশাল জনপদের প্রায় ৪ লাখ ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গিয়েছিল। আরো প্রায় ১০ লাখ ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে প্রায় ২ লাখ হেক্টর জমির আমন ফসল সম্পূর্ণ ও আরো ৫ লাখ হেক্টরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৫০ লাখ গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু ঘটে সিডরের কালো রাত্রির তাণ্ডবে।