
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে আহত তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের (২৩) চোখ ভালো হওয়ার ব্যাপারে আশা ছেড়ে দিয়েছেন ভারতের চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ের চিকিৎসক। অস্ত্রোপচারে সুফল আসবে না বলে জানিয়েছেন তারা। তবে রোগী চাইলে অস্ত্রোপচারে আপত্তি নেই চিকিৎসকের ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৭ জুলাই দুপুর ১টার ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুর রহমানকে চেন্নাই পাঠানো হয়। সেখানে শুক্রবার প্রথম দফায় সিদ্দিকুর রহমানকে দেখেন চিকিৎসক। এরপর সোমবার আবার চিকিৎসক তার চোখ পরীক্ষা করে জানান, তার দুই চোখই নষ্ট হয়ে গেছে।
সিদ্দিকুর রহমানের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তার সহপাঠী ফরিদ বলেন, ‘আমার সঙ্গে কিছুক্ষণ আগেও কথা হয়েছে। চোখের অবস্থা ভালো না। ডাক্তার নাকি বলেছেন, দুই চোখই নষ্ট হয়েছে। আর ভালো হওয়ার সম্ভাবনা নাই। ডাক্তার সিদ্দিকুর রহমানকে বলেছে, আপনি যদি অপারেশন করাতে চান, মানবিক দিক বিবেচেনা করে অপারেশন করে দেব। ডাক্তার বলে নাই যে ভালো হবে। ডাক্তার আশাই ছেড়ে দিয়েছে।’
ফরিদ আরো বলেন, ‘আমরা অপারেশন করাতে চাই। যদি ভালো হয়, এ আশায় অপারেশন করা হবে। তবে কবে করা হবে, তা ঠিক হয়নি।’
এ বিষয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা জানান, পরীক্ষা-নিরীক্ষা এখনো শেষ হয়নি। শেষ হলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।
চেন্নাইয়ে সিদ্দিকুর রহমানের সঙ্গে রয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাহিদুল আহসান মেনন ও সিদ্দিকুর রহমানের বড় ভাই নওয়াব আলী। সিদ্দিকুর রহমানকে নিয়ে তারা হাসপাতালের পাশে একটি হোটেলে উঠেছেন। হাসপাতালে এখনো ভর্তি করা হয়নি। অপারেশনের দিন ঠিক হলে ভর্তি করা হবে।
চেন্নাই পাঠানোর আগে সিদ্দিকুর রহমান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলন করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান দুই চোখে আঘাত পান। প্রথমে সিদ্দিকুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গত শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়।