সিপিএলে ৩ উইকেট মাহমুদউল্লাহর

ক্রীড়া ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে এবার ঝলক দেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে রান না পেলেও বোলিং করতে নেমে ৩টি মূল্যবান উইকেট পেয়েছেন তিনি।

মাহমুদউল্লাহর এ সাফল্যের দিনে হেরেছে তার দল জ্যামাইকা তালাওয়াস। দলটির বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে মুখোমুখি হয় জ্যামাইকা ও গায়না। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে জ্যামাইকা তুলেছিল ৮ উইকেটে ১৬৮ রান। ৩৮ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন কুমার সাঙ্গাকারা। ২৫ বলে ৩৪ লেন্ডল সিমন্স। চারে নেমে ৩ বলে ৩ করে আউট হয়ে যান মাহমুদউল্লাহ।

বল হাতে গায়ানার আফগান লেগ স্পিনার রশিদ খান নেন ৩ উইকেট।

বোলিংয়ে এসে মাহমুদউল্লাহ ঝলক দেখালেও তার দল জয় পায়নি। আজ প্রথম ওভারে উইকেট পাননি। এক পর্যায়ে গায়ানার রান হয়ে যায় ৮ ওভারে ৯০। দ্বিতীয় স্পেলে এসে প্রথম বলেই জুটি ভাঙেন মাহমুদউল্লাহ। আউট করেন ২৩ বলে ৩৯ রান করা চ্যাডউইক ওয়াল্টনকে। এরপর ফিরিয়ে দেন জেসন মোহাম্মদ ও গজানন্দ সিংকে।

তবে লুক রঞ্চিকে শুরু থেকেই রুখতে না পারায় বিপদ হয় জ্যামাইকার। ৫টি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৭০ রান করে দলকে নিয়ে যান জয়ের কাছে। ২৪ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন আসাদ ফুদাদিন। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ১৩ বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে গায়ানা।

জ্যামাইকার হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে মাহমুদউল্লাহ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। একটি করে উইকেট নেন সান্তকি ও মোহাম্মদ সামি।