সিরাজগঞ্জের অর্চনা এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে অর্চনা রানী সরকার (২২) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে এনায়েতপুর উপজেলার খামারগ্রামের নিজ শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। অর্চনা খামারগ্রামের মানিক সরকারের স্ত্রী ও দৌলতপুর ডিগ্রি কলেজের বিএ শেষ বর্ষের ছাত্রী।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল হালিম পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলেন, ২০১৪ সালের ৫ জুলাই মানিক সরকারের সঙ্গে অর্চনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে আসছে। ঢাকায় চাকরি করার কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার সকালে ঘরের মধ্যে অর্চনার ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।