সিরাজগঞ্জের কাজীপুরে জেএমবির চার নারী সদস্যকে আটক

আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির চার নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে কাজীপুর উপজেলার বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, কম্পিউটারসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ওহেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।