সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে অবস্থিত কুড়িপাড়া কলেজে অধ্যক্ষ নিয়োগ দ্বন্দ্বের জের ধরে সব শ্রেণি-কক্ষে তালা দিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা। এতে শিক্ষক-শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।
কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক জহুরুল ইসলাম বলেন, কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট ঝামেলার কারণে ২১ নভেম্বর সকালে কলেজ চলাকালে স্থানীয় রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির বকুল লোকজন নিয়ে কলেজে এসে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এরপর ২৬ নভেম্বর কলেজে এইচএসসির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কক্ষ থেকে বের করে দিয়ে কলেজের সকল কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। এ অবস্থায় এইচএসসির শিক্ষার্থীদের সাতটি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল করিম জানান, ‘ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতারা নিজেদের পছন্দের ব্যক্তিকে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জন্য পাঁয়তারা করছেন। ম্যানেজিং কমিটি ও কলেজের স্টাফরা বিষয়টির বিরোধিতা করার কারণে কলেজে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় ২৮ জন নন-এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী এবং ৩৬০ জন শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছি। বিষয়টি কলেজের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসারকে অবগত করা হয়েছে।’
এ বিষয়ে এইচএসসির টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী বাণিজ্য বিভাগের মাসুদ রানা ও কুমারী তন্নি তালুকদার, বিজ্ঞান বিভাগের সাগর আহম্মেদ, মানবিক বিভাগের সুজন মাহমুদ বলেন, ছয়টি বিষয়ে টেস্ট পরীক্ষা দেওয়ার পর তাদের পরীক্ষার কক্ষ থেকে বের করে দিয়ে কলেজ তালা দেওয়া হয়েছে। এ অবস্থায় শিক্ষাজীবন নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। পাশাপাশি কলেজের অন্য শিক্ষার্থীরাও লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত কলেজের স্বাভাবিক অবস্থা ফিরে আনার দাবি করেছেন অধ্যয়নরত শিক্ষার্থীরা।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন মোবাইলে বলেন, ‘ওই কলেজে আমার কোন পদ-পদবী নেই। যা কিছু হয়েছে, সবই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির নেতৃত্বে হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও তাকে জিজ্ঞাসা করেন।’
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুক্তাদির বকুল বলেন, ‘কলেজটি এমপিওভুক্তির তালিকায় রয়েছে। এ অবস্থায় অধ্যক্ষ নিয়োগ জরুরি। পত্রিকায় নিয়োগ দেওয়ার পরও একাধিকবার তারিখ নির্ধারণ করেও কলেজের শিক্ষক ও স্টাফদের যোগসাজশ করে ম্যানেজিং কমিটির একাংশ নিয়োগ পরীক্ষা নেয়নি। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে স্থানীয় সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় সৃষ্ট ঝামেলার বিষয়ে অবগত হয়ে বিষয়টি সমাধাকল্পে উদ্যোগী হলেও কলেজ কর্তৃপক্ষ এগিয়ে আসেনি। যে কারণে কলেজে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আশা করছি শীঘ্রই বিষয়টির সুষ্ঠু সমাধান হয়ে যাবে।’
এ বিষয়ে কুড়িপাড়া কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি গাজী মো. আজাহার আলী বলেন, ‘এটি মানুষ গড়ার কারখানা। এখানে বিরোধ থাকা ঠিক না। আমরা চেয়েছিলাম যে কলেজটি এমপিওভুক্ত হওয়ার পরে অধ্যক্ষ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। কিন্তু এর মধ্যেই স্থানীয় আওয়ামীলীগ নেতারা তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য বার বার চাপ সৃষ্টি করে। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের একাধিক বৈঠকও হয়েছে।’
কলেজের জন্য যা ভালো সেই সিদ্ধান্তটাই আসবে বলে তিনি আশা করেন।
সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল্লাহ আজ রোববার দুপুরে রাইজিংবিডিকে বলেন, ‘কলেজ খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে বিষয়টি আমি জানতে পেরেছি। অধ্যক্ষকে মৌখিকভাবে শিক্ষা অফিসে আসতে বলা হয়েছে। তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’