সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণকারী মীরু এখন কোথায়?

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণকারী মীরু এখন কোথায়?

এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শাহজাদপুরসহ পুরো জেলায়। খুঁজে পাওয়া যাচ্ছে না শাহজাদপুর পৌরসভার মেয়র ও সাংবাদিক শিমুল হত্যা মামলার অভিযুক্ত হালিমুল হক মীরুকে।

শিমুল মারা যাওয়ার পর থেকেই মেয়র মীরু আত্মগোপনে চলে গেছেন। ঘটনার পর থেকেই তার বেশির ভাগ সমর্থক ও আত্মীয়স্বজন এলাকা ছেড়ে পালিয়ে গেছে। পৌর এলাকার কোথাও তাদের দেখা যাচ্ছে না। মীরুর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। তার বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন বলেছেন, পৌর মেয়র হালিমুল হক মীরুর গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল নিহত হয়েছেন। এ খবর পাওয়ার পর পুলিশ তাকে পালিয়ে যেতে সহায়তায় করেছে।

এদিকে শুক্রবার বিকেলে নিহত সাংবাদিক শিমুলের বাড়িতে যান সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ। সে সময় তিনি শিমুলের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন।

শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজল জানান, শাহজাদপুর পৌরসভা নির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। ওই সময় মীরু ও তার দুই ভাই পিন্টু ও মিন্টু বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে পৌর এলাকার মধ্যে ভোট সন্ত্রাস চালিয়েছিলেন।

তিনি আরো বলেন, মীরুর সন্ত্রাসী বাহিনী প্রাক্তন মেয়র বিএনপি নেতা নজরুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুর রহিমের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও সমর্থকদের মারধর করেছিল। সে সময়ে আমিও তার সন্ত্রাসী বাহিনীর হাতে হামলার শিকার হয়েছিলাম।

অন্যদিকে আজ সকালে শাহজাদপুর প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের নেতারা এক সমাবেশে অভিযোগ করেন, শুক্রবার দুপুরে শিমুলের মৃত্যুর খবর পেয়ে মেয়র মীরু পুলিশের সহায়তায় আত্মগোপন করেছেন। সাংবাদিক নেতারা অতিদ্রুত মীরুকে গ্রেপ্তারের দাবি জানান।

নিহত সাংবাদিক শিমুলের ভাই আজাদ হোসেন বলেন, ছাত্রলীগের নেতাদের মিছিলে যখন গুলি করা হচ্ছিলো সেই ছবি শিমুল তুলতে গেলে মেয়র মীরু পরিকল্পিতভাবে শিমুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সেই গুলিতে আমার ভাই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে মেয়র মীরু ও তার দুই ভাই পিন্টু ও মিন্টুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক বলেন, শিমুলের মৃত্যুর পর থেকেই মেয়র মীরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মেয়রকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত জানান, মেয়রকে গুলি করতে নিষেধ করা হলেও তিনি গুলি ছুঁড়েছিলেন। সেখানে গুলির খোসাও পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলেই মেয়েরের ব্যক্তিগত শর্টগান জব্দ করা হয়েছে। শিমুলের মৃত্যুর পর থেকেই মেয়র মীরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

প্রসঙ্গত, শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পৌর মেয়র মীরু শর্টগান দিয়ে গুলি করেন। এ সময় দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।