সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার পূর্ব দেলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের জিলানী জানান, ভোরে হাটিকুমরুল থেকে পাবনাগামী চিনিবোঝাই একটি ট্রাকের চালক ওই ব্রিজের ওপরে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার নদীর পানিতে ডুবে যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রেকার দিয়ে ট্রাকটিকে টেনে ব্রিজের ওপর তোলার পর চালক ও হেলপারের লাশ উদ্ধার করা হয়।