সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার কামারখন্দের কোনাবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বগুড়া থেকে পণ্যবাহী একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের বাগবাড়িতে পৌঁছলে পাবনাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয় ও ১০ জন আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সেতুর দুপাশে শত শত বাস-ট্রাক, কাভার্ড ভ্যান আটকে পড়ে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বেলকুচিতে ভটভটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে সনেকা (৩৫) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পরিবহনের আরো ১০ যাত্রী আহত হয়েছেন।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি)সাজ্জাদ হোসাইন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল ও বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।