
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎস্পর্শ হয়ে শাপলা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার দ্বারিয়াপুর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাপলা খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার মনসুর আলীর মেয়ে ও শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর গ্রামের মানিক সেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার সকালে দ্বারিয়াপুরের নিজ বাড়িতে শাপলা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর ইলিয়াস হোসেন জানান, বুধবার সকালে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে শাপলাদের ঘরের টিনের ওপর পড়ে। এ সময় শাপলা টিনের সঙ্গে হাত লাগালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।