সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক বিরোধে শ্বশুর বাড়ির লোকজনের ছুরিকাঘাতে শাহিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম খুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহিন ওই গ্রামের লোকমান আলী সেখের ছেলে।
কাজিপুর থানার উপপরিদর্শক (এস.আই) আসলাম উদ্দিন বিশ্বাস জানান, পারিবারিক বিষয় নিয়ে শাহিনের মামা আব্দুস সালামের সঙ্গে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে শাহিন ও তার মামা নিজ বাড়ির আঙ্গিনায় বসে কথা বলছিল। এ অবস্থায় তার শ্বশুর বাড়ির লোকজন শাহিনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


