সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী অটোভ্যানের ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

নিহতরা হলেন- উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মহল্লার সাইফুল ইসলামের ছেলে রুবেল (২২) এবং একই এলাকার আখের উদ্দিনের ছেলে ফরজ আলী (৪৮)।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাক-পাবনা মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, বগুড়া থেকে একটি কাভার্ডভ্যান পাবনার নগরবাড়ি যাচ্ছিল। কাভার্ডভ্যানটি উল্লাপাড়ার শ্রীকোলা বাজার এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই অটোভ্যানের ২ যাত্রী নিহত হন। আহত হন আরও ৩ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার সময় কাভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ এসে কাভার্ডভ্যানটি আটক করে।