সিরিজে সমতা ১-১

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়ার মঞ্চটা কিংসটন ওভালে তৈরি করেছিল পাকিস্তান। বার্বাডোজে পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৮৮ রান দরকার ছিল সফরকারীদের।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ৩১২ ও ২৬৮

পাকিস্তান : ৩৯৩ ও ৮১

কিন্তু স্বাগতিক বোলার শ্যানন গ্যাব্রিয়েলের গতির ঝড়ে পথ হারিয়ে মাত্র ৮১ রানেই অলআউট পাকিস্তান। ফলে দ্বিতীয় টেস্টে সফরকারীদের বিপক্ষে ১০৬ রানে জিতে তিন ম্যাচ সিরিজে সমতা (১-১) ফিরিয়েছে জেসন হোল্ডারের দল।

পঞ্চম দিনে ভাঙাচোড়া উইকেটে বল বেশ বাউন্স নিচ্ছিল। ফলে কিংসটন ওভালের সেই উইকেটে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে পাকিস্তানকে হারিয়ে দিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। একাই ৫ উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়া লেগ স্পিনার দেবেন্দ্র বিশু বল হাতে নেওয়ার সুযোগই পাননি। তিনি আক্রমণে আসার আগেই ৩৪.৪ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান।

ঘরের মাঠে ১১ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১১ রানে ৫ উইকেট নিয়েছেন গ্যাব্রিয়েল। চমৎকার এই পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনিই।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৩ রান আসে সরফরাজ আহমেদের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন মোহাম্মদ আমির। প্রথম ইনিংসে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও এবার শূন্য রানেই সাজঘরে ফেরেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক।

তার সঙ্গে এই সিরিজ শেষে বিদায়ের অপেক্ষায় থাকা ইউনিস খান আউট হয়েছেন মাত্র ৫ রানে। এছাড়া ওপেনিংয়ে নেমে আজহার ১০, আহমেদ শেহজাদ ১৪, বাবর আজম ০ রানে সাজঘরে ফেরেন। ফলে দলীয় ৮১ রানে পৌছতেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে গ্যাব্রিয়েলের ৫ উইকেটের সঙ্গে ৩টি উইকেট নেন অধিনায়ক জেসন হোল্ডার। এছাড়া দুটি উইকেট পান অ্যালজারি জোসেপ।