সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশের সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। অবশ্য সে মিশনের প্রথম দুই ধাপ ভালোভাবেই পার করেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জিতে এরই মধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আর এক ম্যাচে জিতলেই কিউইদের বিপক্ষেও প্রথম বার সিরিজ জয়ের কীর্তি গড়বে লাল-সবুজের দল।

সে লক্ষ্যে আজ রোববার বিকেলে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

চলতি সিরিজে আগে নিউজিল্যান্ডের সঙ্গে ১০ দেখায় একটিতেও জেতেনি বাংলাদেশ। এই সিরিজের প্রথমটিতেই আসে প্রথম জয়। সেদিন আগে ব্যাট করে মাত্র ৬০ রানে অলআউট হয়েছিল সফরকারীরা। এরপর ব্যাট করে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ।

পরের ম্যাচে গত শুক্রবার আগে ব্যাট করে ১৪১ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে লড়াই জমিয়ে তুলে কিউইরা হারে চার রানে। সব মিলে বেশ দারুণ অবস্থায় আছে বাংলাদেশ। বোলিংয়ে ভালো করছেন মুস্তাফিজ, সাকিব, সাইফউদ্দিন, নাসুম, মেহেদীরা। ব্যাটসম্যানেরাও রান পাচ্ছেন। তাতে সিরিজ জেতা খুব একটা কঠিন হবে বলে বিশ্বাস করে বাংলাদেশ।