সিরিজ জয়ে ইতিহাস গড়ালো বাংলাদেশ

ঘরের মাঠে চেনা ছন্দে টাইগার ক্রিকেটাররা। হারতে হারতে ক্লান্ত অজিরা। টানা তিন ম্যাচ হেরে খেই হারিয়ে ফেলেছে সফরকারীরা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা। এরইমধ্যে টানা তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। ইতিহাস গড়া এই সিরিজ জয়ে আছে নানা রেকর্ডও।

প্রথম ম্যাচে ১৩১ রানের ছোট পুঁজি নিয়েও জিতেছিল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রান করে জেতার রেকর্ড। বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া তৃতীয় ম্যাচে ১২৭ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। ১০ রানের জয়ে উতরে গেছে টাইগাররা। দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের উল্লাসে মেতে ওঠে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে আটটি সিরিজ খেলেছে অজিদের বিপক্ষে।

টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে ম্যাচ জেতার রেকর্ডও করেছে বাংলাদেশ। ১২৭ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ। যা এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান করে জয়ের নতুন রেকর্ড। এর আগে চলতি সিরিজে ১৩১ রান করে জিতেছিল টাইগাররা।

এছাড়া অজিদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৯ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টিতে এটিও নতুন অর্জন তার জন্য। এর আগে বাংলাদেশের হয়ে ৪ ওভার বোলিং করে এর চেয়ে কম রান দিয়েছেন মাত্র একজন। ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ৮ রান দিয়েছিলেন মাহমুদউল্লাহ।

তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছে ১০ রানে। এই জয়ে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ বাংলাদেশ নিশ্চিত করে ফেলেছে দুই ম্যাচ বাকি থাকতেই।

সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে শনিবার (৭ আগস্ট) এবং ৯ আগস্ট অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ।