আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের শীর্ষ আদালত ভবনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। বুধবার এ হামলা চালানো হয়েছে বলে দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার এক আত্মঘাতী হামলাকারী প্রধান বিচারিক ভবন ‘জাস্টিস প্যালেসে’র ভেতরে বোমার বিস্ফোরণ ঘটায়।
আল-জাজিরা জানিয়েছে, আদালত ভবনের ফটকে থাকা প্রহরী ওই হামলাকারীকে তল্লাশির জন্য আটক করেছিল। ওই সময় সে বোমার বিস্ফোরণ ঘটায়।
আহতদের একজন বলেছেন, ‘ব্যস্ত সময়ে বোমার বিস্ফোরণ ঘটানোয় হতাহতের সংখ্যা অনেক বেশি।’
তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। দীর্ঘ ছয় বছর ধরে গৃহযুদ্ধে লড়ছে সিরিয়া। বিদ্রোহীরা যখন প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করতে লড়াই চালিয়ে যাচ্ছে, সেই ফাঁকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট দেশটির একটি বিশাল এলাকা দখল করে নিয়েছে।