আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া দাবি করেছে, তাদের একটি সামরিক স্থাপনায় বৃহস্পতিবার হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান।
সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ঘাঁটিতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ার মধ্যে এই দাবি করল সিরীয় কর্তৃপক্ষ।
সিরীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের আকাশসীমা থেকে সামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েকটি রকেট ছোঁড়া হয়। এর আঘাতে তাদের দুই সেনা নিহত হয়েছেন।
কয়েকটি আরব গণমাধ্যমে দাবি করা হয়েছে, সিরিয়ার একটি রাসায়নিক অস্ত্র তৈরির কারাখানায় এই হামলা চালানো হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, নিরপেক্ষ সূত্র থেকে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
তবে এমন সময় এ ঘটনা ঘটল যার এক দিন আগে জাতিসংঘের তদন্তকারীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, গত এপ্রিলে বিদ্রোহীনিয়ন্ত্রিত একটি শহরে রাসায়নিক হামলার নেপথ্যে সিরিয়া সরকারের হাত ছিল। উল্লেখ্য, জাতিসংঘের তথ্যানুযায়ী খান শেখউন শহরের ওই হামলায় ৮৩ জন নিহত হন। তবে এ অভিযোগ বরাবর অস্বীকার করেছে আসছে দামেস্কো।
এদিকে, ইসরায়েল আগেও সিরিয়ার রাসায়নিক অস্ত্রের স্থাপনায় গোপনে হামলা চালিয়েছে কিন্তু হামলার বিষয়ে মুখ খোলেনি তারা। অন্যদিকে, ইসরায়েল প্রায়ই সিরিয়ায় এ ধরনের গুপ্ত হামলা চালিয়ে থাকে।
পশ্চিমা গোয়েন্দা সংস্থা দাবি করছে, সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে। এমন একটি কারাখান রয়েছে মাসায়াফে। এর মধ্য দিয়ে তারা ২০১৩ সালে সব রাসায়নিক অস্ত্র ধ্বংসের যে চুক্তি করেছিল জাতিসংঘের সঙ্গে, তা ভঙ্গ করছে।
সিরিয়ার এই সামরিক স্থাপনাটি হামা প্রদেশে অবস্থিত, যেটি হোমস শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে। বৃহস্পতিবারের এই হামলায় সামরিক স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র বিমান হামলার বিষয়ে কথা বলতে অসম্মতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, সামরিক অভিযানের বিষয়ে সেনাবাহিনী মন্তব্য করতে চায় না।
সম্প্রতি সিরিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ইরানকে তাদের দেশে ক্ষেপণাস্ত্র তৈরির সুযোগ দিচ্ছে। এর উদ্দেশ্য হলো- সিরিয়া থেকে সহজে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করা। তবে এ অভিযোগও অস্বীকার করেছে সিরিয়া।