
আদনান চৌধুরী :- সিলেট (৩ জুন) শনিবার সন্ধ্যায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের আহমেদনগর কালেশ্বর চিকনাগুল পাহাড় চা-বাগান এলাকায় বসতবাড়িতে বেড়া দেওয়া-কে কেন্দ্র করে পিতা-পুত্রের কথা কাটাকাটির জের ধরে ছেলে দা দিয়ে বৃদ্ধ পিতা-কে মাথায় আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয় জনতা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ পিতা সাধু পাত্র (৬০) মারা যান।
ঘটনার পর রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ঘাতক ছেলে চৈতন্য পাত্র (২২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনায় ব্যবহৃত দা উদ্বার করা হয়েছে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।
পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।