নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
শনিবার সকালে মেলার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানুরা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।