নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গোলাপগঞ্জের ধারাবহর এলাকার মৃত হিরা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০), আমকোনা এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে আজিম উদ্দিন (৩০) ও নোয়াইরঘাট এলাকার মৃত মতছির আলীর ছেলে সরফ উদ্দিন (৪০)।
সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত এক মাসে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কৌশলে খাবারে চেতনানাশক মিশিয়ে লোকদের অজ্ঞান করে তিনটি ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি অবগত হয়ে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।এ ঘটনায় মামলা হয়েছে।