নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রাম থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন গিয়াস উদ্দিন (৪০) ও তার স্ত্রী জেসমিন বেগম (৩২)।
সিলেট মহানগরীর জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানার তদন্ত কর্মকর্তা ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় গিয়াস উদ্দিনের লাশ এবং মেঝেতে পড়ে থাকা অবস্থায় জেসমিনের লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। রহস্যজনক এ ঘটনা পুলিশ খতিয়ে দেখছে।
গিয়াস উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানিয়েছেন ওসি আখতার।